Debloker Amritasandhane (Panchabadri Panchaprayag Panchakedar Porbo) / দেবলোকের অমৃতসন্ধানে (পঞ্চবদ্রী-পঞ্চপ্রয়াগ-পঞ্চকেদার পর্ব)- তৃতীয় খন্ড

অসীম করুণাময় শ্রীশ্রীবদ্রীনাথ, অনন্ত আনন্দঘন শ্রীশ্রীকেদারনাথ, দেবী সুরেশ্বরী জননী গঙ্গাদেবী এবং চিরন্তনী কৃষ্ণময় জননী যমুনাদেবীর অপার কৃপায় “দেবলোকের অমৃতসন্ধানে” গ্রন্থের প্রথম দুটি পর্বের বিরাট সাফল্যের পর এবার তৃতীয় তথা সর্বশেষ পর্বটিও প্রকাশিত হল।
যুগযুগান্ত ধরে দেবতাত্মা হিমালয়ের গহন কন্দরে অসংখ্য যোগী ঋষি তপস্বী করেছেন সাধনা। তাঁদের সাধনার চিৎশক্তি আজো অনুকণারূপে ছড়িয়ে আছে দেবলোকের আকাশে বাতাসে। সেই দিব্য ঐশ্বর্য্যের পরম প্রকাশ আজো প্রত্যক্ষ করা যায় হিমালয়ের নিভৃত তীর্থপথে। সেই অমৃতলোকের পথে সুদীর্ঘকালব্যাপী পরিব্রাজনার সময়ে সেই অপূর্ব অভিজ্ঞতাই তো লাভ করেছি অন্তরে অশেষ আনন্দভরে। হিমালয়ের অপরূপ নিসর্গ শোভার মাঝে যে পরম রূপাতীত ঈশ্বরের অপার অধ্যাত্ম-ঐশ্বর্য্যই অঙ্গাঙ্গীভাবে ছড়িয়ে আছে তাও উপলব্ধি করেছি অনেক অপার্থিব অভিজ্ঞতার মধ্য দিয়ে। সেই অমৃতময় অভিজ্ঞতারই রসাস্বাদিত রূপ এই “দেবলোকের অমৃতসন্ধানে”-র তিনটি পর্ব।

এই গ্রন্থের প্রথম পর্বে (যমুনোত্রী-গঙ্গোত্রী-গোমুখ পর্ব) ছিল হরিদ্বার, হৃষিকেশ, যমুনোত্রী, উত্তরকাশী, গঙ্গোত্রী ও গোমুখ ভ্রমণের বিশদ বিবরণ। দ্বিতীয় পর্বে (বাসুকীতাল-কালিন্দী খাল-বদ্রীনাথ পর্ব) ছিল গাড়োয়াল হিমালয়ের সর্বাধিক দুর্গম পথ রূপে পরিচিত গোমুখ থেকে হিমবাহের মধ্য দিয়ে নিঃসীম তুষারলোক বাসুকীতাল, কালিন্দী খাল হয়ে বদ্রীনাথ যাত্রার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। সেইসাথে ছিল সেখানকার প্রাচীন সিদ্ধ মহাত্মাদের অপার করুণা ও আশীর্বাদ লাভের অপার্থিব অভিজ্ঞতার রসাস্বাদিত রূপায়ণ। আর এই পর্বে রয়েছে পঞ্চবদ্রী, অর্থাৎ বদ্রীনাথে বদ্রীবিশাল দর্শনের পর পান্ডুকেশ্বরে যোগধ্যানী বদ্রী, শুভায়েনে ভবিষ্যবদ্রী, অনিমঠে বৃদ্ধবদ্রী, খৈরীতালে আদিবদ্রী এবং উর্গমে ধ্যানবদ্রী দর্শন; হিমালয়ের পঞ্চপ্রয়াগ এবং শ্যোনপ্রয়াগ দর্শনের বৃত্তান্ত; এবং পঞ্চকেদার অর্থাৎ কল্পেশ্বর, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ এবং কেদারনাথ ভ্রমণের বিস্তারিত বিবরণ। সেইসাথে সিদ্ধপীঠ কালীমঠ, শংকরতীর্থ যোশীমঠ এবং শিবক্ষেত্র গোপেশ্বর দর্শনের অভিজ্ঞতাও পরিবেশিত হয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থে বিশেষভাবে উল্লেখযোগ্য যোশীমঠের সদানন্দজী যিনি আমার এক আত্মার আত্মীয়ার মৃত্যুতে যুগিয়েছিলেন অশেষ শান্তির পরশ; সস্নেহে বুঝিয়ে দিয়েছিলেন- এই পৃথিবীতে মৃত্যু বলে কিছু নেই। যা আছে তা শুধুই স্থূল থেলে সূক্ষ্মে আত্মার রূপান্তর। রুদ্রনাথে আমার সহযাত্রী জ্ঞানানন্দজীর কথাও এই প্রসঙ্গে বলতে হয় যাঁর স্বচক্ষে কায়াকল্প পরিবর্তন দেখার অভিজ্ঞতা আমার মনে বিশেষভাবে রেখাপাত করে গেছে। এছাড়া প্রেমানন্দজী, গোপালের মা, বৃদ্ধবদ্রী-মদমহেশ্বর-রুদ্রনাথ-গোপেশ্বর প্রভৃতি মন্দিরের নির্লোভ ঐশীকৃপাধন্য পূজারীদের অভিজ্ঞতা এবং সাহচর্য্যও আমার এই গ্রন্থরচনাকে যুগিয়েছে সার্থকতার দিশা।

এই সকল অতীন্দ্রিয় অভিজ্ঞতার সাথে সাথে ভারতাত্মার শাশ্বত অধিষ্ঠান দেবভূমি হিমালয়ের পঞ্চবদ্রী-পঞ্চপ্রয়াগ-পঞ্চকেদারের পথের সকল তীর্থের দিব্য মাহাত্ম্য, সেখানে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঐশীকৃপার বৃত্তান্ত, পৌরাণিক ঐতিহাসিক তথা ভৌগোলিক তত্ত্ব ও তথ্যসকল এবং সেই সঙ্গে প্রতিটি তীর্থপথের যথাযথ পুঙ্খানুপুঙ্খ বিবরণও দেয়া হয়েছে এই গ্রন্থে। এসবের মধ্য দিয়ে দেবতাত্মা হিমালয়ের বহিরঙ্গের সৌন্দর্য্যের সাথে সাথে তার অন্তরঙ্গের দিব্য মহিমাও পাঠক-পাঠিকাদের সামনে তুলে ধরতে চেয়েছি আমি- যাতে আমার এই গ্রন্থ পাঠের মধ্য দিয়ে তাঁরা হিমালয়কে দেখতে পারেন, জানতে পারেন, অনুভব করতে পারেন, উপলব্ধি করতে পারেন তার জন্যই আমার এই অক্লান্ত প্রয়াস।

In stock

120.00

Additional information

Weight 300 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.