BRINDABANEY AAJO GHOTEY AGHATON / বৃন্দাবনে আজো ঘটে অঘটন
ভারতবর্ষ একাধারে দেবভূমি তথা তপোভূমি। তাই বৈষ্ণব, শাক্ত, শৈব, সৌর, গাণপত্য, ব্রহ্ম প্রভৃতি সকল ভাবসাধনাই সর্বইষ্টের মহাসমন্বয়ক্ষেত্র ভারতবর্ষের বুকে লাভ করেছে বিরাট প্রসার। অন্যান্য সকল ভাবসাধনার মত বৈষ্ণবীয় সাধনার আনন্দধারাও এখানে আপন ভাবমাধুর্য্যে সমুজ্জ্বল হয়ে রয়েছে অপার আনন্দভরে। এই অপার অমৃতময় ভাবসাধনার মুখ্য প্রাণকেন্দ্র হল ভগবান শ্রীকৃষ্ণের বাল্য ও কৈশোরের বৃন্দাবন।
সুপ্রাচীন দ্বাপর যুগ থেকে অনন্ত প্রেম মাধুর্য্যের নিত্য প্রাণবন্ত শ্রীবিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের নিত্যলীলা আজো অবিরাম ঘটে চলেছে মধু বৃন্দাবনে। বৃন্দাবনে পুরুষোত্তম শ্রীকৃষ্ণের প্রথম বাৎসল্যলীলা শুরু হয় বালগোপালরূপে যশোদামায়ের কোলে। সেই থেকে ভারতীয় সাধনার সকল ভাবধারার মধ্যে চির আনন্দ অমৃতময় গোপালসাধনা আপন মাধুরীতে চির উজ্জ্বল হয়ে রয়েছে। তাই আজো ভারতবর্ষের দিকে দিকে অসংখ্য মহাসাধক মহাসাধিকাগণ তথা ভক্ত নরনারীগণ তাঁদের প্রাণগোপালকে নিত্যসেবা করে চলেছেন পরম আনন্দভরে।
দ্বাপরযুগে বৃন্দাবনে বাল্যে বাৎসল্যলীলার পর কৈশোরে ভগবান শ্রীকৃষ্ণ এখানে রাসলীলা করেন শ্রীরাধা ও তাঁর ষোলশো গোপিনীদের সাথে। সেই রাস আজো অপ্রাকৃত লীলায় এবং অপার্থিব মাধুর্য্যে নিধুবনে ও নিকুঞ্জবনে অনুষ্ঠিত হয় প্রতি রাতে আর প্রতি পূর্ণিমার রাতে সেখানে হয় মহারাস। শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের অপার কৃপায় আজো সেই অমৃতলীলা ‘কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়।‘ তারই প্রত্যক্ষ অভিজ্ঞতার বাগ্ময় রূপ এই গ্রন্থ “ বৃন্দাবনে আজো ঘটে অঘটন।“
এই গ্রন্থ মূলতঃ এক কঠোর বাস্তববাদিনী তথা যুক্তিবাদিনী তথা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীসম্পন্না নারী কিভাবে মধু বৃন্দাবনেই বাৎসল্যরসঘন বিগ্রহ বালগোপালের অনন্ত মাধুর্য্য ও অপ্রাকৃত লীলায় ধীরে ধীরে পরিণত হন বিশিষ্ট গোপাল সাধিকায়। তারপর সময়ের সাথে সাথে গোপালের আনন্দ অমৃতময় দর্শন ও স্পর্শলাভ এবং তাঁর মধুরতম লীলারস আস্বাদের মাধ্যমে সেই গোপাল সাধিকা লাভ করেন মহাসিদ্ধি। তবে এই মহাসিদ্ধি লাভের পূর্বে গোপাল তাঁকে কম পরীক্ষাও করেননি। একে একে সব অবলম্বন কেড়ে নিয়েছেন তাঁর থেকে। কিন্তু তবু গোপালের প্রতি শরণাগতি নিষ্ঠাভরে বজায় রেখে এই গোপাল সাধিকা সমস্ত ঝড়ই অতিক্রম করে গেছেন একে একে এবং পরিশেষে গোপাল তথা চিরকিশোর শ্রীকৃষ্ণের অপার করুণায় বৃন্দাবনের নিধুবনে পরম অপার্থিব মহারাসও দর্শন করেছেন অশেষ আনন্দভরে। গোপালের অপার্থিব কৃপায় একজন উচ্চকোটির গোপালসাধিকায় পরিণত হওয়ার অভিজ্ঞতার অভূতপূর্ব বিবরণ এই গোপালসাধিকা লেখক সাধক তারাশিস গঙ্গোপাধ্যায়কে নিজমুখে জানিয়েছেন কারণ তিনি তাঁর অধ্যাত্মপথের পথিকৃৎ এবং আচার্য্যরূপে মানেন এই লেখককে। এই অপরূপ অতীন্দ্রিয় অভিজ্ঞতা সেই সঙ্গে বৃন্দাবনের সকল প্রমুখ মন্দির, কুঞ্জ, বন এবং ঘাটের সত্যনিষ্ঠ তথ্যনিষ্ঠ পৌরাণিক ও ঐতিহাসিক মহিমাও লিপিবদ্ধ করা হয়েছে এই গ্রন্থে। এককথায় এই গ্রন্থ পাঠ করলে যেমন ঘরে বসেই সম্ভব হবে বৃন্দাবন দর্শন তেমনই উপলব্ধি করা যাবে ভারতবর্ষের সাধন ইতিহাসে তীর্থশ্রেষ্ঠ বৃন্দাবনের অন্তর্নিহিত মাধুর্য্যের পরশ। অনুভব করা যাবে কেন সাধক কবি বলেছেন- “আজো সেথা নিত্যলীলা করে শ্যামরায়।“
In stock
₹70.00
Additional information
Weight | 150 g |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
Reviews
There are no reviews yet.