Debloker Amritasandhane Nepal Porbo / দেবলোকের অমৃতসন্ধানে ( নেপাল পর্ব ) – চতুর্থ খন্ড

পরম করুণাময় শ্রীশ্রী পশুপতিনাথ এবং অপার আনন্দঘন শ্রীশ্রী মুক্তিনাথের অশেষ কৃপায় ‘দেবলোকের অমৃতসন্ধানে’ গ্রন্থের প্রথম তিনটি পর্বের বিরাট সাফল্যের পর এবার চতুর্থ তথা সর্বশেষ পর্বটিও প্রকাশিত হল। যদিও তৃতীয় পর্বেই আমি ‘দেবলোকের অমৃতসন্ধানে’ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু তৃতীয় খণ্ডের ‘শেষ হয়ে হইল না শেষ’ উপসংহার আমার পাঠক-পাঠিকাদের অধিকাংশের মনেই জাগিয়ে তুলেছিল মহাসাধক নাগাজীর সান্নিধ্যে আমার নেপাল ভ্রমণের বিবরণ সম্বন্ধে জানার আগ্রহ। এই বিষয়ে অসংখ্য চিঠি এবং ইমেল আমি পেয়েছি। তাই নেপাল ভ্রমণের যে অপ্রাকৃত অভিজ্ঞতা আমি নিজের মনের মণিকোঠায় সযত্নে রেখে দেব বলে ভেবেছিলাম সেই পরমাশ্চর্য্য অভিজ্ঞতার বিবরণই এখানে প্রকাশ করতে হল। লেখকের কাছে পাঠক-পাঠিকাদের সাগ্রহ আবেদনের সম্মান যে সকল ব্যক্তিগত সিদ্ধান্তের উপরে স্থান পায়।
দেবতাত্মা হিমালয় ভারতবর্ষের অধ্যাত্মজগতের প্রাণকেন্দ্র। সেই সুপ্রাচীন সত্যযুগ থেকে আজ পর্যন্ত কত অসংখ্য যোগী-ঋষি এখানে সাধনা করে গেছেন। তাঁদের সাধনশক্তির অনুরণন আজো ছড়িয়ে আছে হিমালয়ের আকাশে বাতাসে প্রতিটি অনুকণার মাঝে। হিমালয়ের গহন কন্দরে আজো তার অনুপম প্রকাশ লক্ষ্য করা যায়। তাইতো আজো হিমালয় অলৌকিকের লীলাভূমিরূপে পরিচিত। আজো এখানে লোকচক্ষুর অন্তরালে ঘটে যায় কত অপ্রাকৃত ঘটনা- বুদ্ধিতে এবং যুক্তিতে যার কোন ব্যাখ্যাই পাওয়া যায় না। তবে এই লীলামৃত কিন্তু হিমালয় সকলের সামনে প্রকাশ করে না; একমাত্র যাঁরা হিমালয়ের দিব্য স্বরূপকে জানতে চান তাঁদের সামনেই হিমালয় তুলে ধরে তার আপন অমৃতময় স্বরূপ। আমিও তো হিমালয়ের সেই রহস্যময় স্বরূপ জানতেই নেমেছিলাম পথে। তাই বুঝি হিমালয়ও বিভিন্ন অত্যাশ্চর্য্য অভিজ্ঞতার মাধ্যমেই চরিতার্থ করেছে আমার কৌতুহল। সেইসাথে যুগিয়ে দিয়েছে আমার জীবন জিজ্ঞাসার সকল উত্তর।

এই গ্রন্থের প্রথম পর্বে (যমুনোত্রী-গঙ্গোত্রী-গোমুখ পর্ব) ছিল হরিদ্বার। হৃষিকেশ, যমুনোত্রী, উত্তরকাশী, গঙ্গোত্রী ও গোমুখ ভ্রমণের বিশদ বিবরণ। দ্বিতীয় পর্বে (বাসুকীতাল-কালিন্দী খাল-বদ্রীনাথ পর্ব) ছিল গাড়োয়াল হিমালয়ের সর্বাধিক দুর্গম পথরূপে পরিচিত গোমুখ থেকে হিমবাহের মধ্য দিয়ে নিঃসীম তুষারলোক বাসুকীতাল, কালিন্দী খাল, অর্বা উপত্যকা হ’য়ে বদ্রীনাথ যাত্রার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। সেইসাথে ছিল সেখানকার প্রাচীন সিদ্ধ মহাত্মাদের অপার করুণা ও আশীর্বাদ লাভের অপার্থিব অভিজ্ঞতার রসাস্বাদিত রূপায়ণ। তৃতীয় পর্বে ( পঞ্চবদ্রী- পঞ্চপ্রয়াগ-পঞ্চকেদার পর্ব) ছিল পঞ্চবদ্রী, অর্থাৎ বদ্রীনাথে্র বদ্রীবিশাল দর্শনের পর পান্ডুকেশ্বরে যোগধ্যানী বদ্রী, শুভায়েনে ভবিষ্যবদ্রী, অনিমঠে বৃদ্ধবদ্রী, খৈরীতালে আদিবদ্রী এবং উর্গমে ধ্যানবদ্রী দর্শন; হিমালয়ের পঞ্চপ্রয়াগ, অর্থাত,দেবপ্রয়াগের পুঙ্খানুপুঙ্খ বর্ণনার সাথে সাথে রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ এবং শ্যোনপ্রয়াগ দর্শনের বৃত্তান্ত; এবং পঞ্চকেদার অর্থাৎ কল্পেশ্বর, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ এবং কেদারনাথ ভ্রমণের বিস্তারিত বিবরণ। সেইসাথে সিদ্ধপীঠ কালীমঠ, শংকরতীর্থ যোশীমঠ, বাণতীর্থ উখীমঠ এবং শিবক্ষেত্র গোপেশ্বর দর্শনের অভিজ্ঞতাও পরিবেশিত হয়েছে এখানে। আর এই সর্বশেষ পর্বে (নেপাল পর্ব) রয়েছে বুদ্ধ জন্মস্থান লুম্বিনী, পশুপতিনাথ, গুহ্যেশ্বরী সতীপীঠ, বৎসলেশ্বরী মন্দির, স্বয়ম্ভু স্তুপ, বোধিনাথ স্তুপ, দক্ষিণাকালী, ছাঙ্গুনারায়ণ, শিখানারায়ণ, বজ্রযোগিনী তারা মন্দির, বুড়ানীলকন্ঠ, মনোকামনা দেবী মন্দির, কাঠমান্ডু-ভক্তপুর-ললিতপুর-কীর্ত্তিপুর এবং পোখরার সকল প্রমুখ মন্দির ও দ্রষ্টব্য স্থান এবং কালিগণ্ডকী গিরিখাত পেরিয়ে মুক্তিনাথ ও কাগবেণী দর্শনের অবিস্মরণীয় বিবরণ। এখানে নেপাল হিমালয়ের সকল প্রমুখ তীর্থ দর্শনের অভিজ্ঞতার সাথে সাথে প্রতিটি স্থানের ঐতিহাসিক এবং পৌরাণিক প্রেক্ষাপটও তুলে ধরেছি আমি। সেইসাথে তুলে ধরেছি এখানকার বিভিন্ন ভক্ত মানুষদের জীবনে ঐশীলীলার অপার্থিব কাহিনী। এছাড়াও নেপালের পথে চলতে চলতে জ্ঞানগঞ্জের বায়ুবিজ্ঞানসিদ্ধ মহাত্মা নাগাজী, নারাং বাবা ও সন্ন্যাসী সুধানন্দের সান্নিধ্যে এসে তাঁদের যেসব অলৌকিক অভিজ্ঞতার পরশলাভ আমি করেছি পরমানন্দভরে তাও এখানে তুলে ধরলাম। হিমালয়ের মহাসিদ্ধ ঋষিগণ তাঁদের এইসব পরমাশ্চর্য্যময় অভিজ্ঞতার কথা আমায় জানিয়ে আমার সামনে তুলে ধরেছেন এই জগৎসংসারের সার সত্য তথা সৃষ্টির মূল রহস্য এবং দেখিয়েছেন জীবন থেকে মহাজীবনে উত্তরণের পথ। তাঁদের কৃপাতেই তো জেনেছি জীবন-মৃত্যুর মূল স্বরূপ, উপলব্ধি করেছি- এই পৃথিবীতে মৃত্যু বলে কোন বিভীষিকা নেই; মৃত্যু শুধু জীবন থেকে মহাজীবনের পথের অনন্তযাত্রার ক্ষণিক বিরামমাত্র।

এককথায়, হিমালয়ের বুক থেকে আমি যে অমৃতের স্বাদ আহরণ করে এনেছি তা এই চারটি পর্বের মাধ্যমে ভাগ করে নিলাম আমার সকল পাঠক-পাঠিকাদের সাথে। আমার পাঠক-পাঠিকারা যাতে আমার লেখনীর মধ্য দিয়ে দেবতাত্মা হিমালয়ের বহিরঙ্গের সৌন্দর্য্য উপভোগের সাথে সাথে অন্তরঙ্গের দিব্য মহিমাও উপলব্ধি করতে পারেন তার জন্যই আমার এই অক্লান্ত প্রয়াস।

In stock

80.00

Additional information

Weight 300 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.